ক্যাটাগরি

ফরিদপুরে আইনজীবীদের আদালত বর্জন কর্মসূচি স্থগিত

সোমবার
আইনমন্ত্রীর আশ্বাসে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জেলা আইনজীবী সমিতির সভাপতি আবু ওমর
মো. খালেদ জানান।

ফরিদপুর
থেকে পাঁচটি আদালত জেলার ভাঙ্গা উপজেলায় স্থনান্তরের উদ্যোগের প্রতিবাদে রোববার
থেকে পাঁচ দিনের আদালত বর্জন শুরু করে ফরিদপুর জেলা আইনজীবী সমিতি। পরদিন দুপুরে আইনজীবীরা
স্বাধীনতা চত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।

খালেদ
বলেন, “আইনজীবীরা আদালত বর্জনের
কর্মসূচি প্রত্যাহার করে ৩০ মার্চ পর্যন্ত স্থগিত করেছে। এ সময়ের মধ্যে কোর্ট
স্থানান্তরের সিন্ধান্ত থেকে ফিরে আসার লিখিত নির্দেশনা না এলে আবার আন্দোলনের
কর্মসূচি দেওয়া হবে।”

আইনজীবীদের
বিক্ষোভ সভায় উপস্থিত ছিলেন প্রবীণ আইনজীবী ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট
সুবল চন্দ্র সাহা।

তিনি
বলেন, “এ বিষয়ে আইনমন্ত্রী আনিসুল
হকের সাথে আমার মোবাইল ফোনে কথা হয়েছে। আইন মন্ত্রী কথা দিয়েছেন ফরিদপুর জেলা সদর
থেকে দেওয়ানি বা ফৌজদারি কোন আদালত ভাঙ্গায় নেওয়া হচ্ছে না।”

পরে
তিনি আইনজীবীদের আদালত বর্জনের কর্মসূচি স্থগিত করে কাজে যোগ দেওয়ার আহ্বান জানান।