ক্যাটাগরি

যশোরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু

মঙ্গলবার রাতে যশোর-বেনাপোল
মহাসড়কের ঝিকরগাছা থানাধীন গদখালি কালীবাড়ির সামনে এ দুর্ঘটনাটি ঘটে বলে নাভারণ
হাইওয়ে পুলিশের ওসি আসাদুজ্জামান জানিয়েছেন।

নিহত আসাদুর রহমান (৩৭)
শার্শা উপজেলার গোগা গ্রামের মতিয়ার রহমানের ছেলে।

বাইকের আরোহী শাহাজান
আলীকে (৪০) উদ্ধার করে যশোর সদর হাসপাতালে পাঠিয়েছে স্থানীয়রা। 

ওসি বলেন, আসাদুর ও
শাহাজান একটি মোটরবাইকে করে যশোর থেকে বাগআঁচড়ায় ফিরছিলেন। তারা গদখালি কালিবাড়ি
এলাকায় পৌঁছালে যশোরগামী এক ট্রাক তাদেরকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই
আসাদুর মারা যান।

আইনি প্রক্রিয়া শেষে
লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ট্রাক চালককে আটকের চেষ্টা চলছে বলে জানান
আসাদুজ্জামান।