ক্যাটাগরি

সিরাজগঞ্জে মসজিদের সেপটিক ট্যাংকে বাবা-ছেলের মৃত্যু

মঙ্গলবার সন্ধ্যায়
বেলকুচি উপজেলার সুবণসাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সুবর্ণসাড়া
গ্রামের মনু বাশফোড়ের ছেলে হৃদয় বাশফোর (৪০) এবং তার ছেলে বিশাল বাশফোড় (১৭)।

সিরাজগঞ্জ ফায়ার
সার্ভিস এন্ড সিভিলের উপ-সহকারী পরিচালক মনজিল হক জানান, হরিজন সম্প্রদায়ের এই
বাবা-ছেলে সুবর্ণসাড়া মসজিদের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে যান।

“তারা দুজনই ট্যাংকটির
গভীরে নেমে পড়েন। এক পর্যায়ে ট্যাংকের বিষাক্ত গ্যাসে দুজনেই মারা যান।”

খবর পেয়ে ফায়ার
সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ট্যাংকের ভেতর থেকে দুজনের মরদেহ উদ্ধার করে
বলেন তিনি।