বার্তা সংস্থা রয়টার্স জানায়, মঙ্গলবার সুইডেনের স্বাস্থ্য সংস্থা পূর্বসতর্কতা হিসেবে অ্যাস্ট্রাজেনেকা এজেটএন.এল ভ্যাকসিন ব্যবহার বন্ধ রাখার কথা জানিয়েছে; একইদিন লাটভিয়ার স্বাস্থ্য সংস্থাও দুই সপ্তাহের জন্য দেশটিতে অ্যাস্ট্রাজেনেকার টিকা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।
বেশ কয়েকটি দেশ সম্ভাব্য গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়ার কথা জানানোর পর সোমবার জার্মানি, ফ্রান্স ও ইতালি অ্যাস্ট্রাজেনেকার কোভিড-১৯ টিকা বন্ধ রাখার কথা জানায়।
এ টিকার পার্শ্বপ্রতিক্রিয়ায় রক্ত জমাট বেঁধে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে এর আগে বুলগেরিয়া, ডেনমার্ক, আয়ারল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ের মতো ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বেশ কয়েকটি দেশ সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে টিকাটির ব্যবহার স্থগিত করে।
অ্যাস্ট্রাজেনেকার টিকা ও রক্ত জমাট বেঁধে যাওয়ার মধ্যে কোনো সম্পর্ক থাকার প্রমাণ মেলেনি জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা দেশগুলোর প্রতি ভ্যাকসিনটির ব্যবহার অব্যাহত রাখার আহ্বান জানায়।
এর মধ্যেই সুইডেনের স্বাস্থ্য সংস্থা এক বিবৃতিতে বলে, “টিকার সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে ইউরোপিয়ান মেডিসিন্স এজেন্সির তদন্ত সম্পূর্ণ না হওয়া পর্যন্ত অ্যাস্ট্রাজেনেকার কোভিড-১৯ টিকার ব্যবহার স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সুইডেনের জনস্বাস্থ্য সংস্থা।”
লাটভিয়ার স্বাস্থ্য সংস্থা তাদের বিবৃতিতে বলে, “টিকা দেওয়ার পর রক্ত জমাট বেঁধে যাওয়া এবং বিভিন্ন সময় এ ধরনের আরও ঘটনার বিষয়ে ইউরোপিয়ান ইউনিয়নের কয়েকটি দেশের প্রতিবেদনের ওপর ভিত্তি করে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। তবে এ পর্যন্ত টিকা দেওয়ার সঙ্গে গুরুতর স্বাস্থ্য সমস্যার কোনো সম্পর্ক নিয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।”
অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়ে অনুসন্ধান শুরু হওয়ায় ‘অতিরিক্ত সতর্কতামূলক পদক্ষেপ’ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
সুইডেনের প্রতিবেশী দেশ ডেনমার্ক ও নরওয়ে অ্যাস্ট্রাজেনেকার টিকা প্রয়োগের পর রক্তপাত, রক্ত জমাট বাঁধা ও প্লাটিলেট কমে যাওয়ার পৃথক কয়েকটি ঘটনার কথা জানিয়ে টিকাটির ব্যবহার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে।
সুইডেনের মেডিকেল প্রডাক্টস এজেন্সি সোমবার জানিয়েছিল, অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়া হয়েছিল এমন লোকদের মধ্যে রক্ত জমাট বেঁধে যাওয়ার ১০টি ও প্লাটিলেট কমে যাওয়া একটি ঘটনা নথিবদ্ধ করেছে তারা।