ক্যাটাগরি

মুজিব শতবর্ষ: বিমানবাহিনী দেখাবে ‍উড্ডয়ন শৈলী

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর
(আইএসপিআর) জানিয়েছে, বিমান বাহিনীর বিভিন্ন
ধরনের বিমানের
মাধ্যমে বুধবার
দেশের বিভিন্ন
স্থানের আকাশে
ফরমেশন ফ্লাইং-এর মাধ্যমে
‘একশ’ সংখ্যাটি
তৈরি করে
জাতির পিতার
প্রতি শ্রদ্ধা
জানানো হবে।

বিমান বাহিনী প্রধান
এয়ার চীফ
মার্শাল মাসিহুজ্জামান
সেরনিয়াবাতের দিক নির্দেশনায় এ আয়োজন
করা হয়েছে
বলে জানিয়েছে
আইএসপিআর।

সাংবাদ বিজ্ঞপ্তিতে বলা
হয়, “জাতির
পিতা বঙ্গবন্ধু
শেখ মুজিবুর
রহমানের জন্ম
শতবর্ষ উদযাপনে
উচ্ছ্বসিত ও আনন্দিত বাংলার আকাশ
ও বাতাস।
এই উচ্ছ্বাসের
অংশ হিসেবে
বঙ্গবন্ধুর হাতে গড়া বাংলাদেশ বিমান
বাহিনীর দক্ষ
বৈমানিকরা এই মনোজ্ঞ উড্ডয়ন শৈলীর
মাধ্যমে বাংলার
আকাশে অতি
মমতায় এঁকে
দেবে ‘একশত’।”

বাংলাদেশ বিমান বাহিনীর
৫৬টি যুদ্ধ
ও প্রশিক্ষণ
বিমান তিন
ভাগে ভাগ
হয়ে দেশের
বিভিন্ন এলাকায়
এই প্রদর্শনীতে
অংশ নেবে।

বাংলাদেশ বিমান বাহিনী
ঘাঁটি বঙ্গবন্ধুর
এয়ার অধিনায়ক
এয়ার ভাইস
মার্শাল মো.
সাঈদ হোসেনের
সার্বিক তত্ত্বাবধানে
এই উড্ডয়ন
শৈলী প্রদর্শন
করা হবে
বলে আইএসপিআর
জানিয়েছে।