ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে স্পায় গুলি: আটক সন্দেহভাজন সম্ভবত ‘যৌন আসক্ত’

পুলিশ এ ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করেছে। আটক ওই ব্যক্তি নিজে তার যৌন আসক্তি থাকার ইঙ্গিত দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার স্থানীয় সময় বিকাল ৫টার দিকে শুরু হওয়া হামলায় আটলান্টার একটি ম্যাসাজ পার্লার ও দুটি বিউটি স্পায় নারীসহ আটজন নিহত হন। ওই দিন রাত সাড়ে ৮টার দিকে আটলান্টা থেকে ১৫০ মাইল দক্ষিণে ক্রিস্প কাউন্টি থেকে সন্দেহাজন হামলাকারী রবার্ট অ্যারন লংকে (২১) গ্রেপ্তার করে পুলিশ। তিনি চেরোকি কাউন্টির উডস্টকের বাসিন্দা বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স।

বুধবার তদন্ত কর্মকর্তারা জানান, যে স্পাগুলোত হামলা হয়েছে সেগুলোতে বা ওই ধরনের স্পা তে আটক লং সম্ভবত নিয়মিত যাতায়াত করতেন।

আটলান্টায় হামলার পর তিনি আরো হামলা চালাতে ফ্লোরিডায় যাচ্ছিলেন।

নিহত আট জনের মধ্যে ছয়জনই এশীয় বংশোদ্ভূত। বিবিসি জানায়, ওই আটজনের মধ্যে চারজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। তারা হলেন: অ্যাশলে ইয়াউন (৩৩), পল আন্দ্রে মিশেলস (৫৪), জিয়াওজি ইয়ান (৪৯) এবং দায়ু ফেং (৪৪)।

যুক্তরাষ্ট্রে গোলাগুলিতে নিহত ৮, সন্দেহভাজন গ্রেপ্তার
 

করোনাভাইরাস মহামারী শুরু পর থেকে আমেরিকানদের মধ্যে এশীয়দের প্র্রতি ঘৃণা বাড়তে শুরু করেছে। সদ্য সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প করোনাভাইরাসকে বার বার ‘চায়না ভাইরাস’ বলে উল্লেখ করে ওই ঘৃণার আগুনে ঘি ঢেলে গেছেন।

মঙ্গলবারের হামলায় এশীয় বংশোদ্ভূত আমেরিকানরা বেশি নিহত হওয়ায় প্রাথমিকভাবে ধারণা করা হয়, হয়তো এশীয়দের প্রতি ঘৃণা থেকে এই হামলা চালানো হয়েছে। কিন্তু প্রাথমিক তদন্তের পর এখন পুলিশ বলছে, হয়তো জাতিগত বিদ্বেষ এ হামলার পেছনে দায়ী নয়। তবে এও বলেছেন, এখনো এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে আসার সময় হয়নি।

চেরোকি কাউন্টি শেরিফ ফ্রাঙ্ক রেনল্ডস বলেন, ‘‘স্পষ্টতই তার হামলার পেছনে একটি কারণ আছে, যেটাকে তিনি যৌন আসক্তি বলে বিবেচনা করছেন। তার কাছে মনে হয়েছিল স্পা সেন্টারগুলো তার জন্য প্রলোভন এবং তাই তিনি সেগুলো ধ্বংস করে দিতে চেয়েছিলেন।”

লংকে একটি নাইনএমএম পিস্তলসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তিনি পুলিশকে বাধা দেননি বলেও জানান শেরিফ রেনল্ডস।

লংয়ের বাবা-মা তার পরিচয় শনাক্তে পুলিশকে সাহায্য করেছেন।