নাট্যচার্য সেলিম আল দীনের মঞ্চনাটক ‘যৈবতী কন্যার মন’ অবলম্বনে ২০১২-১৩ অর্থবছরে সরকারি অনুদান নিয়ে ছবিটি নির্মাণ করেন নার্গিস আক্তার। পরিচালনার পাশাপাশি মূল গল্পকে ঠিক রেখে ছবির চিত্রনাট্যও করেছেন তিনি।
চলতি মাসের শুরুর দিকে সেন্সর ছাড়পত্র পাওয়ার পর ১৯ মার্চ ছবিটি মুক্তির কথা জানালেও তা পিছিয়ে ২৬ মার্চ মুক্তি দেওয়া হচ্ছে বলে জানান নির্মাতা।
নার্গিস আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২৬ তারিখে ছবিটির মুক্তির দিনক্ষণ চূড়ান্ত করা হয়েছে। ইতোমধ্যে জাজ মাল্টিমিডিয়াকে ছবির ডিস্ট্রিবিউটরের দায়িত্ব দেওয়া হচ্ছে। প্রচারণাও শুরু হয়েছে।
২০১৩ সালের ২১ অগাস্ট এফডিসির জহির রায়হান কালার ল্যাবে আনুষ্ঠানিকভাবে ছবিটির মহরত অনুষ্ঠিত হয়েছিল।
ছবিতে কালিন্দী চরিত্রে অভিনয় করেছেন কলকাতার সায়ন্তনী দত্ত ও আলাল চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের আব্দুন নূর।
তারা ছাড়াও এতে অভিনয় করেছেন গাজী রাকায়েত, গোলাম ফরিদা ছন্দা।