উপজেলার নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান
মুসাব্বের হোসেন মুসা জানান, বুধবার বেলা
১১টার দিকে তার ইউনিয়নের সীমান্ত ঘেঁষা বালাটারী
গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মৃতরা হল- ওই এলাকার মমিনুলের ছেলে আলামিন (১২) ও আজিদুলের
ছেলে আলিমুল হক (৫)।
তারা সমপর্কে মামাত-ফুফাত ভাই এবং
স্থানীয় বালাটারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম ও প্রথম শ্রেণির ছাত্র ছিল বলে স্থানীয়রা
জানায়।
শিশুদের নানা ছকি উদ্দিন বলেন, প্রতিবেশী আবু বক্কর তার ইরিধান চাষাবাদে
অবৈধভাবে সংযোগ নিয়ে সেচ কাজ করছিল। এ সময় শিশু দুটি বরই নিয়ে ওই জমির আইল দিয়ে হেঁটে আসার সময় মাটিতে পড়ে থাকা বিদ্যুতের তারে স্পৃষ্ট
হয়ে অচেতন হয়ে পরে।
“পরে তাদের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে
নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা দুজনকেই মৃত
ঘোষণা করেন।”
কুড়িগ্রাম-লালমনিহাট পল্লী বিদ্যুৎ সমিতির ফুলবাড়ী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার
মোস্তফা কামাল বলেন, অবৈধভাবে সংযোগ নিয়ে সেচ দেওয়া ঘটনাটি তদন্ত করে মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা
নেওয়া হবে।
এ বিষয়ে ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায় বলেন,
বিদ্যুৎস্পৃষ্ট দুই শিশুর মৃত্যু খবর তারা শুনেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।