কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে আগামী মঙ্গলবার কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে ম্যাচ দিয়ে ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ। ২৭ মার্চ পরের ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক নেপালের। এ টুর্নামেন্টে খেলতে বৃহস্পতিবার নেপালের উদ্দেশে রওনা দিবে দল।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বুধবার তৃতীয় ও শেষ দিনের অনুশীলনে ছিলেন না রাকিব। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তরুণের অনুপস্থিতির কারণ জানান টিম ম্যানেজার ইকবাল হোসেন।
“গত রাতে রাকিবের কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ এসেছে। তাকে হোটেলে আইসোলেশনে রাখা হয়েছে। আজ আবার তাকে পরীক্ষা করা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর তার ব্যাপারে কোচ চূড়ান্ত সিদ্ধান্ত নিবেন। দেখা যাক, রিপোর্টটা আমরা আজ রাতে নাকি কাল সকালে পাই।”
চট্টগ্রাম আবাহনীর হয়ে চলতি লিগের প্রথম ধাপে তিন গোল করেছিলেন রাকিব।