এবারের দাবা লিগে অংশ নিচ্ছে ১১টি দল।
দলগুলো হলো- গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ পুলিশ, রানার্সআপ সাইফ স্পোর্টিং ক্লাব, উত্তরা
সেন্ট্রাল চেস ক্লাব, বাংলাদেশ নৌবাহিনী, তিতাস ক্লাব, শেখ রাসেল চেস ক্লাব, জনতা ব্যাংক
অফিসার ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ বিমান, সোনালী ব্যাংক ক্রীড়া ও বিনোদন ক্লাব এবং
প্রথম বিভাগ থেকে উঠে আসা লিওনাইন চেস ক্লাব ও শাহিন চেস ক্লাব।
প্রতিটি দলে ৪ জন নিয়মিত ও ২জন অতিরিক্ত
খেলোয়াড় থাকবে। প্রতিযোগিতা রাউন্ড-রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বাংলাদেশ
দাবা ফেডারেশন।
প্রিমিয়ার ডিভিশন দাবা লিগের চ্যাম্পিয়ন,
রানার্সআপ ও তৃতীয় হওয়া দলকে যথাক্রমে ১ লাখ ২৫ হাজার, ৭৫ হাজার ও ৫০ হাজার টাকা করে
অর্থ পুরস্কার দেওয়া হবে।
বাংলাদেশের ৪, ভারতের ৮ ও বেলারুশের
১ জন মিলিয়ে ১৩ জন গ্র্যান্ডমাস্টার এবারের প্রতিযোগিতায় অংশ নিবেন। ব্যক্তিগত কারণে
খেলছেন না দেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ।