এক বিবৃতিতে বুধবার এই কথা জানায় ফ্রান্স প্রফেশনাল লিগ (এলএফপি)।
চলতি সপ্তাহ শেষেই শুরু হবে দুই সপ্তাহের আন্তর্জাতিক বিরতি। এসময় বিশ্বকাপ বাছাইপর্বে খেলবে ইউরোপের দলগুলো। অধিকাংশ দলেরই রয়েছে তিনটি করে ম্যাচ।
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা গত মাসে জানায়, যে দেশে খেলা কিংবা ক্লাব যে দেশে সেখানে পৌঁছানোর পর যদি অন্তত ৫ দিন কোয়ারেন্টিনে থাকতে হয় সেক্ষেত্রে তাদের ছাড়তে বাধ্য থাকবে না ক্লাবগুলো।
এছাড়া দুই দেশের মধ্যে ভ্রমণে নিষেধাজ্ঞা থাকলে কিংবা স্থানীয় কর্তৃপক্ষ যদি খেলোয়াড়দের ছাড় না দেয় সেক্ষেত্রেও ছাড়পত্র দেবে না ফরাসি ক্লাবগুলো।
কোয়ারেন্টিন বিধিনিষেধের কারণেই দক্ষিণ আমেরিকা অঞ্চলের চলতি মাসের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচগুলো স্থগিত করা হয়।