বৃহস্পতিবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. রবিউল ইসলাম আসামিদের অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডিতরা হলেন- সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের চাকপাড়া গ্রামের মঞ্জুর হোসেনের দুই ছেলে রহিম (৪৬) ও ফারুক হোসেন (৩৮)।
যাবজ্জীবনের পাশাপাশি বিচারক তাদের ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয়মাসের কারাদণ্ড দিয়েছেন বলে অতিরিক্তি পাবলিক প্রসিকিউটর আঞ্জুমান আরা জানান।
মামলার বিবরণে বলা হয়, ২০১০ সালের ১৯ জানুয়ারি রাতে টাকা-পয়সা সংক্রান্ত বিরোধের জেরে রহিম ও ফারুক তার মামাতো ভাই নজরুল ইসলামের পরিবারের উপর ককটেল হামলা করে।
এ সময় নজরুলের ভাই নুরুল ইসলামের ছেলে বায়তুল (৭) আহত হয়। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৯ জানুয়ারি রাত ১টার দিকে তার মৃত্যু হয়।
এ ঘটনায় গত ২০১০ সালের ২০ জানুয়ারি সদর মডেল থানায় নজরুল বাদি হয়ে রহিম ও ফারুককে আসামি করে মামলা করেন।
তদন্ত শেষে পুলিশ রহিম ও ফারুককের বিরুদ্ধে একই সালের ৮ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করলে এ মামলার বিচারকাজ শুরু হয়।