গত সোমবার কৃষিমন্ত্রী
ড. আব্দুর রাজ্জাক কৃষি পণ্যের মেলা পরিদর্শন করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো
হয়।
প্রদর্শনীতে ধান-গম
মাড়াই কল, ভুট্টা মাড়াই কল, পটেটো ডিগার, সিডার, বেড প্লান্টার, পটেটো স্লইইসার, উইডার,
সানফ্লাওয়ার থ্রেসার, কম্বাইন্ড হারভেস্টার, রাইস ট্রান্সপ্লান্টারসহ আরও অনেক ধরণের
কৃষি পণ্য প্রদর্শনী করা হয়।
কৃষি মন্ত্রীর মেলা
পরিদর্শনের সময় জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, কৃষি সচিব মেসবাহুল ইসলাম, মেটাল কোম্পানির
নির্বাহী পরিচালক ও এগ্রি মেশিনারি ব্যবসা প্রধান তারেকুল আলম খান, জ্যেষ্ঠ উপ মহাব্যবস্থাপক
জহুরুল আলমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।