বৃহস্পতিবার ছয় পর্বের অ্যাকশন-থ্রিলার ওয়েব সিরিজটি প্রকাশের খবর জানিয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জি-ফাইভ বলেছে, সিরিজটি বাংলাদেশ থেকে বিনামূল্যে উপভোগ করা যাবে।
লেখক মোহাম্মদ নাজিম উদ্দিনের উপন্যাস ‘কন্ট্রাক্ট’ অবলম্বনে সিরিজটি পরিচালনা করেছেন তানিম নূর এবং কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়। সহকারী পরিচালক হিসেবে ছিলেন পার্থ সরকার।
এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, আরিফিন শুভ, জাকিয়া বারী মম, রাফিয়াত রশিদ মিথিলা, শ্যামল মাওলা, তারিক আনাম খানসহ আরও অনেকে।
বিশ্বব্যাপী বিত্তবান আর ক্ষমতাশীলরা কীভাবে সমাজের দুর্বল শ্রেণীকে ব্যবহার করে এবং পেশাদার খুনি তৈরি করে তা তুলে ধরা হয়েছে ওয়েব সিরিজে।
জি-ফাইভের ওয়েব সাইটের পাশাপাশি অ্যাপেও দেখা যাচ্ছে সিরিজটি।
এর আগে বাংলাদেশি কনটেন্ট ‘মাইনকার চিপায়’ ও ‘ডব্লিউটিফ্রাই’ নির্মাণ করে জি-ফাইভ গ্লোবাল।