একই সঙ্গে ‘বেস্ট ইনোভেশন-প্রোডাক্ট ডেভেলপমেন্ট’ ক্যাটাগরিতেও ‘অনারেবল
মেনশন’ পুরস্কার পেয়েছে।
প্রথাগত বিল পেমেন্ট পদ্ধতির অসুবিধাগুলো দূর করে সময় ও খরচ সাশ্রয়ী পদ্ধতিতে
বিল প্রদানের সুযোগ তৈরির স্বীকৃতিস্বরূপ বিকাশ `পে বিল’ সেবা এই পুরস্কার অর্জন করেছে
বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
তৃতীয়বারের মত বাংলাদেশ ইনোভেশন কনক্লেভ আয়োজিত এই পুরস্কারের মাধ্যমে
মানুষের জীবনকে সহজ করছে এমন সব যুগান্তকারী উদ্ভাবন এবং ধারণাগুলোকে সম্মানিত করা
হয়।
বিকাশের মাধ্যমে এই মুহূর্তে ডেসকো, ডিপিডিসি, বিপিডিবি, নেসকো, পল্লী
বিদ্যুৎ সহ সমস্ত বিদ্যুৎ বিল বিকাশে পরিশোধ করা যায়। বিদ্যুতের পাশাপাশি অন্যান্য
ইউটিলিটি সেবা যেমন পানি, গ্যাস, ইন্টারনেট, টেলিফোন এবং কেবল টিভির বিলও পরিশোধ করা
যায় বিকাশের মাধ্যমে।