উপজেলার তেচ্ছিপুল এলাকায়
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তিনি নিহত হন
বলে জানান
রামু থানার
ওসি কে
এম আজমিরুজ্জামান।
নিহত রহতম উল্লাহ
(৩৫) জেলার
টেকনাফের আবদুল
মোনাফের ছেলে। কক্সবাজার শহরে বসবাস করতেন
তিনি।
ওসি আজমিরুজ্জামান প্রত্যক্ষদর্শীদের বরাতে বলেন, সকালে
তেচ্ছিপুল এলাকায় কক্সবাজারগামী রামু লাইনের
একটি বাসের
সঙ্গে বিপরীতমুখী
মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি ঘটনাস্থলে
প্রাণ হারান।
পরে পুলিশ মৃতদেহ
উদ্ধার করে
থানায় নিয়ে যায় বলে জানান
ওসি আজমিরুজ্জামান।