ক্যাটাগরি

করোনাভাইরাসে আক্রান্ত রিজভী হাসপাতালে ভর্তি

তার একান্ত সহকারী আরিফুর
রহমান তুষার বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্যারের জ্বর কমছে না
গত তিন দিন ধরে। খাবারে রুচি নাই। কাশি বেড়েছে। অবস্থার অবনতি হওয়ায় সকালে উনাকে স্কয়ার
হাসপাতালে ভর্তি করা হয়েছে।”

কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন
রিজভী। বুধবার তার করোনাভাইরাস পরীক্ষা করা হলে সংক্রমণ ধরা পড়ে। এরপর থেকে দলের স্বাস্থ্য
বিষয়ক সম্পাদক ডা. রফিকুর রহমানের পরামর্শে মোহাম্মদপুরের বাসায় আইসোলেশনে ছিলেন বিএনপির
জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব।

রিজভীর আশু আরোগ্য কামনায়
সবার কাছে দোয়া চেয়েছেন তার স্ত্রী আরজুমান আরা আইভী।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য
সেলিমা রহমান এবং ভাইস চেয়ারম্যান রুহুল আলম চৌধুরীও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার
দুটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।