প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, শুক্রবার দেশের সকল মসজিদে দোয়া ও মিলাদের পাশাপাশি অন্য ধর্মের উপাসনালয়েও সুবিধাজনক তারিখ ও সময়ে প্রার্থনার আয়োজন করা হবে।
স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। কালক্রমে তার হাত ধরেই বিশ্ব মানচিত্রে নতুন দেশ হিসেবে স্থান করে নেয় বাংলাদেশ।
বেঁচে থাকলে এবারের ১৭ মার্চ বঙ্গবন্ধুর বয়স হত ১০১ বছর। আর আসছে ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করতে যাচ্ছে বাংলাদেশ।
এ দুই বিশেষ উপলক্ষ ঘিরে বুধবার শুরু হয়েছে জাতীয় পর্যায়ে দশ দিনের অনুষ্ঠানমালা, যা শেষ হবে ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তির দিনে।