ক্যাটাগরি

মোবাইল চুরি ও ছিনতাই চক্রের ১৪ জন গ্রেপ্তার

তাদের কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ১৮৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে সিআইডির ঢাকা মেট্রো-পূর্ব বিভাগ এবং অর্গানাইজ ক্রাইমের বিশেষ দল বুধবার রাতে শাহবাগের ফিনিক্স রোডের নগর ভবন এলাকা এবং বিভিন্ন মার্কেট থেকে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তাররা হলেন- মো. মনির হোসেন, সোহেল মিয়া, হযরত আলী, সবুজ, জাহাঙ্গীর হোসেন, মফিজুল্লাহ, ইমন মিয়া, আনোয়ার হোসেন, ওয়াসিম হোসেন, রুবেল হোসেন, তোফাজ্জেল হোসেন, মো. আমিন, আতিকুল ইসলাম এবং তরিকুল ইসলাম বাবু।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে সিআইডির অতিরিক্ত উপমহাপরিদর্শক শেখ ওমর ফারুক জানান, গ্রেপ্তাররা গুলিস্তান, ফুলবাড়িয়া, গোলাপশাহ মাজার ও মুগদা বাস স্ট্যান্ডসহ জনসমাগম বেশি এমন এলাকায় মোবাইল ফোন চুরি ও ছিনতাই করে।

তিনি বলেন, “তাদের সহযোগীদের মধ্যে বিশেষ দক্ষ ব্যক্তিরা এসব মোবাইল ফোনের আইএমইআই নম্বর বদল বা এবং বিকৃত করে বিক্রি করে।”

আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানান সিআইডি কর্মকর্তা শেখ ওমর ফারুক।