এর আগে ছবিটি ১৯ মার্চ মুক্তির কথা থাকলেও শেষ মূহুর্তে ‘টেকনিক্যাল কারণে’ তারিখ পেছানোর কথা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন নির্মাতা।
বৃহস্পতিবার তিনি জানান, ছবিটি ২৬ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে।
স্বপ্নের বাংলাদেশ ফাউন্ডেশনের প্রযোজনায় নির্মিত এ চলচ্চিত্র ইতোমধ্যে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে মুক্তির অনুমতি পেয়েছে।
এতে অভিনয় করেছেন পরীমনি, জাকিয়া বারী মম, শ্যামল মওলা, রওনক হাসান, মামুনুর রশীদ, আবুল হায়াত, শহীদুল আলম সাচ্চু, ফজলুর রহমান বাবুসহ আরও অনেকে।