ক্যাটাগরি

হবিগঞ্জের বাড়িতে মা-মেয়ে খুন

জেলার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী জানান, বৃহস্পতিবার ভোরে উপজেলার দ্বিগম্বরবাজার থেকে তাদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহতরা হলেন- উপজেলার লামাপুটিজুরী গ্রামের সন্দ্বীপ দাসের স্ত্রী অঞ্জলী মালাকার (৪০) ও মেয়ে পূজা মালাকার (৮)।

স্থানীয়রা জানান, লামাপুটিজুরী গ্রামের সন্দ্বীপ দাস কাঁচামালের ব্যবসা করেন। তিনি স্ত্রী ও সন্তানদের নিয়ে দ্বিগম্বরবাজারে ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন। বুধবার রাতে তিনি ব্যবসার কাজে সুনামগঞ্জে ছিলেন। বৃহস্পতিবার ভোরে তিনি বাসায় এসে দেখেন তার স্ত্রী ও মেয়েকে গলা কেটে হত্যা করা হয়েছে।

সন্দ্বীপ দাস বলেন, “রাত ৩টার দিকে দ্বিতীয় তলার ভাড়াটিয়া বাহুবল এলাকার আমির আমাকে ফোন দিয়ে বলেন, ‘আপনার ঘর চুরি হয়েছে। ঘরে থাকা সেলাইমেশিনসহ সব চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।’ প্রত্যক্ষদর্শীরা বলছে, এ ঘটনার সঙ্গে আমির আলীর সম্পৃক্ততা থাকতে পারে।”

পুলিশ আলামত সংগ্রহসহ ঘটনা তদন্ত করে দেখছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা পারভেজ আলম।