ক্যাটাগরি

খুলনায় ৮ হাজার কেজি সরকারি চাল উদ্ধার

শিরোমনি হুগলি বিস্কুট কোম্পানির স্টার ফুড প্রডাক্টের গোডাউন থেকে বৃহস্পতিবার চালগুলো উদ্ধার করা হয় বলে জেলা খাদ্য নিয়ন্ত্রক বাবুল হোসেন জানান।

বাবুল বলেন, “সরকারের খাদ্য কর্মসূচিতে ভিজিডি কার্ডের চালের সঙ্গে পুষ্টি বৃদ্ধির লক্ষ্যে রিমিক্স কার্নেল (পুষ্টি চাউল) প্রতি ১০০ কেজিতে এক কেজি হারে মিক্সার করার জন্য হুগলি কোম্পানি পরিচালিত স্টার ফুড প্রডাক্টকে সরকারিভাবে অনুমোদন দেওয়া হয়।

কিন্তু সঠিক পরিমাণে মিক্সার করলে ৮ হাজার কেজি পুষ্টি চাল মজুদ থাকার কথা নয়। উদ্ধার করা চালের যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১৫ লাখ টাকা।

প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারলে পরিচালিত স্টার ফুড প্রডাক্টকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে এ খাদ্য কর্মকর্তা জানান।

নিউটেশন ইন্টারন্যাশনাল ফিল্ড কো-অর্ডিনেটর নাইম জোবায়ের ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ আনোয়ার হোসেন এ সময় উপস্থিত ছিলেন।