দিল্লিতে শুক্রবার বাছাইয়ে ৬২৪ দশমিক ৭ স্কোর গড়ে ৩৯ প্রতিযোগীর
মধ্যে ১৮তম হন রাব্বী। ৬২৪ দশমিক ৫ স্কোর নিয়ে ১৯তম হন গোল্ডকোস্ট কমনওলেথ গেমসে রুপা
জেতা বাকি।
বাছাই পেরিয়ে পদকের লড়াইয়ে ওঠা আট প্রতিযোগীর মধ্যে সর্বশেষ
জনের স্কোর ৬২৭ দশমিক ৭। বাছাইয়ে সর্বোচ্চ ৬৩২ দশমিক ১ স্কোর গড়েছেন দক্ষিণ কোরিয়ার
নাম তায়েউন।
১০ মিটার এয়ার রাইফেলের মেয়েদের বিভাগের বাছাইয়েও আলো ছড়াতে
পারেনি কেউ। ৪৮ প্রতিযোগীর মধ্যে সৈয়দা আতকিয়া হাসান দিশা (৬১৮ দশমিক ৩) ৩৯তম, রিথিকা
চৌধুরী (৬১৭ দশমিক ৪) ৪২তম ও শারমিন আক্তার রত্না (৬০৮ দশমিক ৮) ৪৬তম হয়েছেন।
এ ইভেন্টের পদকের লড়াইয়ে ওঠা আট প্রতিযোগীর মধ্যে সবশেষ
জন যুক্তরাষ্ট্রের অ্যালিসন মারিয়া; তার স্কোর ৬২৮ দশমিক ৪।