ক্যাটাগরি

অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন নিরাপদ ও কার্যকর: ইএমএ

টিকা নেওয়ার পর কয়েকজনের রক্ত জমাট বেঁধে যাচ্ছে- এমন খবরে ইউরোপের ১৩টি দেশ অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রয়োগ স্থগিত রাখার ঘোষণা দেওয়ার পর টিকাটির পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে পর্যালোচনা শেষে ইউরোপীয় মেডিসিন এজেন্সি (ইএমএ) ভ্যাকসিনটিকে নিরাপদ অভিহিত করল।

অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের সঙ্গে রক্ত জমাট বাঁধার ‘কোনো সংযোগ নেই’ বলেও এখন পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে জানিয়েছে তারা। 

এ ধরনের কোনো সংযোগ আছে কিনা ইএমএ সে সংক্রান্ত গবেষণা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

ইউরোপের দেশগুলো এখন অ্যাস্ট্রাজেনেকার এ টিকার প্রয়োগ ফের শুরু করবে কিনা সে বিষয়ে নিজেরা সিদ্ধান্ত নেবে।

সোমবার ইউরোপীয় ইউনিয়নের ৩ প্রভাবশালী দেশ ফ্রান্স, জার্মানি ও ইতালি বলেছিল, টিকাটির প্রয়োগ ফের শুরু হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নিতে তারা ইএমএ’র পর্যালোচনার ফলের জন্য অপেক্ষা করবে।

অ্যাস্ট্রাজেনেকার এ টিকার প্রয়োগ স্থগিত রাখার সিদ্ধান্ত এরই মধ্যে ইউরোপে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচির গতি অনেকখানি শ্লথ করেছে; সরবরাহের ঘাটতিও এতে প্রভাব ফেলেছে।   

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউরোপের অনেক অংশেই করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে দেখা যাচ্ছে।

বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন প্রয়োগ অব্যাহত রাখতে সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে।

টিকাটির পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে শুক্রবার তাদের একটি পর্যালোচনা প্রতিবেদনও প্রকাশ করার কথা রয়েছে বলে জানিয়েছে বিবিসি।