ক্যাটাগরি

কিশোরের চোখ-কান, ডায়াবেটিসের পরীক্ষা দিয়েছে মেডিকেল বোর্ড

বৃহস্পতিবার মেডিকেল
বোর্ড কিশোরের চোখ, কান এবং ডায়াবেটিসসহ কিছু পরীক্ষা-নিরীক্ষা দিয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক বলেন, “মেডিকেল বোর্ড আজ কিশোরের
স্বাস্থ্য পরীক্ষা করেছে। যত দ্রুত সম্ভব আদালতে চিকিৎসা প্রতিবেদন দাখিল করা হবে।”

কিশোরের বড় ভাই লেখক
আহসান কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মেডিকেল বোর্ডের প্রধান শেখ নুরুল ফাত্তাহ
রুমী বুধবার টেলিফোন করে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে কিশোরকে নিয়ে হাসপাতাল পরিচালকের
কক্ষে থাকতে বলেছিলেন। যথাসময়ে আমরা সেখানে যাই। তারা কিশোরের স্বাস্থ্য পরীক্ষা করে
তাকে কিছু টেস্ট দিয়েছেন।

“পৌনে একটার দিকে আমরা
সেখান থেকে চলে আসি। মূলত কিশোরের চোখ, কান ও ডায়াবেটিসের সমস্যাগুলোর টেস্ট দেওয়া
হয়েছে। আজ পরীক্ষাগুলো করানো হয়নি। আগামী শনি বা রোববার পরীক্ষাগুলো করাব।”

ডিজিটাল নিরাপত্তা
আইনের মামলায় গ্রেপ্তার হয়ে নয় মাস কারাগারে থাকার পর গত ৪ মার্চ জামিনে মুক্তি পান
কিশোর।

গ্রেপ্তারের পর আইনশৃঙ্খলা
বাহিনীর হেফাজতে নির্যাতনের শিকার হয়েছেন, এমন অভিযোগে মামলার আবেদন করেছেন কিশোর।


কিশোরের চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন
 

মামলার আবেদনে তিনি
অভিযোগ করেছেন, গত বছরের ৫ মে রমনা থানার ডিজিটাল নিরাপত্তা আইনের একটি মামলায় তাকে
গ্রেপ্তার দেখানো হয়। কিন্তু তারও তিন দিন আগে ২ মে সন্ধ্যা পৌনে ৬টার দিকে সাধারণ
পোশাকের ১৬-১৭ জন লোক কাকরাইলের বাসা থেকে তাকে জোর করে হাতকড়া ও মুখোশ পরিয়ে অজ্ঞাত
এক নির্জন জায়গায় নিয়ে যায়।

সেখানে ২ মে থেকে ৪
মে তার ওপর ‘শারীরিক ও মানসিক অত্যাচার’ চালানো হয় বলে অভিযোগ করে কিশোর বলেছেন, তার
কানে ‘প্রচণ্ড জোরে থাপ্পর মারা হয়’, কিছু সময়ের জন্য বোধশক্তিহীন হয়ে পড়েন তিনি। পরে
তিনি বুঝতে পারেন, কান দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। ‘স্টিলের পাত বসানো’ লাঠি দিয়ে তাকে
‘পেটানো’ হয়। যন্ত্রণা ও ব্যথায় তিনি সংজ্ঞা হারিয়ে ফেলেন।

জামিনে মুক্তির পর
গত ১৩ মার্চ কিশোরের ডান কানে টিমপ্যানিক মেমব্রেন রিপেয়ার মিরিংগোপ্লাসটি প্রক্রিয়ার
মাধ্যমে একটি যন্ত্র বসানো হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ
হাসপাতালের নাক, কান, গলা (ইএনটি) বিভাগের অধ্যাপক শেখ নুরুল ফাত্তাহ রুমিকে প্রধান
করে গত ১৬ মার্চ তিন সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়।

বোর্ডের বাকি সদস্যরা
হলেন- অর্থোপেডিক বিভাগের প্রধান অধ্যাপক ফখরুল আমিন ও মেডিসিন বিভাগের অধ্যাপক হাফিজ
সরদার।