৬১ বছরের সামিয়া আফ্রিকার দেশগুলোর মধ্যে বর্তমানে একমাত্র নারী রাষ্ট্রপ্রধান। দেশবাসী যাকে ভালোবেসে ‘মা সামিয়া’ ডাকেন।
ইথিওপিয়ার প্রেসিডেন্ট সাহলে-ওয়ার্ক জাউদিও একজন নারী হলেও দেশটিতে প্রেসিডেন্ট মূলত এটি অলঙ্কারিক পদ। সরকারি কাঠামোতে বা দেশের নীতি নির্ধারণে তার বিশেষ কোনো ভূমিকা নেই।
তানজানিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে সামিয়াই প্রেসিডেন্ট মাগুফুলির মৃত্যুর খবর দেশবাসীকে দেন। গত বুধবার দেশটির বৃহত্তম শহর দার এস সালামের একটি হাসপাতালে হার্টের জটিলতায় মাগুফুলির মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৬১ বছর।
কোভিড আক্রান্তের গুঞ্জনের মধ্যে তানজানিয়ার প্রেসিডেন্টের মৃত্যু
২০১৫ সালে মাগুফুলির রানিংমেট হিসেবে ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে তানজানিয়ার ভাইস-প্রেসিডেন্টের দায়িত্ব পান সামিয়া। গত বছর বিতর্কিত নির্বাচনের মাধ্যমে দ্বিতীয় মেয়াদের জন্য ক্ষমতায় আসেন এই জুটি।