উপজেলার রামপুরা গ্রামে শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে বলে লোহাগড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাসুদ রানা জানান।
নিহত বাবর আলী ফকির (৪৫) লোহাগড়া পৌরসভার রামপুরা গ্রামের নায়েব আলী ফকিরের ছেলে।
নিহতের স্বজনদের বরাতে মাসুদ বলেন, “বাবর রাতে ঘরে ঘুমিয়ে ছিলেন। ভোরে ঘরে আগুন ছড়িয়ে পড়লে তিনি আর বের হতে পারনি। আগুনে ঘরের মধ্যেই বাবর পুড়ে মারা যান।”
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।
মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ধারণা এ ফায়ার সার্ভিস কর্মকর্তার।