ক্যাটাগরি

ফেনীতে অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪

ফেনী মডেল থানার এসআই রফিকুল ইসলাম আরো জানান, বৃহস্পতিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার ফতেহপুর এলাকার স্টারলাইন সিএনজি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- ফেনী সদর উপজেলার নুরুল আফসার, শাহজাহান, কবির আহমেদ ও কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার তৌহিদুল ইসলাম।

আহতদের প্রথমে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিলে উন্নত চিকিৎসার জন্য সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপতালে স্থানান্তর করা হয়।

স্টারলাইন সিএনজি ফিলিং স্টেশনের ইনচার্জ কামাল উদ্দিন বলেন,“রাতে সিএনজি অটোরিকশায় গ্যাস ভর্তি করে চালক কাউন্টারে টাকা জমা দেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে গ্যাসভর্তি সিলিন্ডার উড়ে গিয়ে ফিলিং স্টেশনের ছাদে পড়ে চূর্ণবিচূর্ণ হয়ে যায়।

“দূর্ঘটনায় ফিলিং স্টেশনের এক কর্মী ও পাশে দাঁড়িয়ে থাকা তিনজন আহত হন। ঘটনার পরপরই সিএনজি অটোরিকশা চালক পালিয়ে যায়।”

ফেনী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী বলেন, অটোরিকশার সিলিন্ডারটি‘মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিস্ফোরণ হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। গ্যাস নেওয়ার সময় যাত্রীরা নেমে দূরে অবস্থান করায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে।

এসআই বলেন, অটোরিকশাটি উদ্ধার করে থানায় নেওয়া আনা হয়েছে। মেয়াদোত্তীর্ণ গ্যাস সিলিন্ডার ব্যবহার করায় এর মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।