মার্ভেল স্টুডিওর নতুন ধারাবাহিক ‘ফ্যাল্কন অ্যান্ড দি উইন্টার সোলজার’য়ে উঠে আসবে ২০১৯ সালের ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেইম’য়ের পর সুপারহিরোদের জীবন কাহিনী।
ওয়াল্ট ডিজনি প্রতিষ্ঠানের স্ট্রিমিং চ্যানেল ডিজনি প্লাসে শুক্রবার থেকে শুরু হচ্ছে ছয় পর্বের এই ধারাবাহিক। যাতে অভিনয় করেছেন ‘অ্যাভেঞ্জার্স’ ছবিতে ফ্যাল্কন ওরফে স্যাম উইলসন চরিত্রে রূপ দেওয়া অ্যান্থনি ম্যাকি এবং উইন্টার সোলজার ওরফে বাকি বার্নস চরিত্রের অভিনেতা সিবাশচ্যান স্ট্যান।
‘অ্যাভেঞ্জার্স: ইনিফিনিট ওয়ার’ ছবিতে তাদের দেখা গিয়েছিল থ্যানোসের বিরুদ্ধে লড়তে। যুদ্ধ জয়ের হার হয় থ্যানসের তুড়িতে, যাকে বলে ‘ব্লিপ’। তারা মিলিয়ে যায় বিশ্বব্রক্ষ্মান্ডে। তারপর ‘এন্ডগেইম’ ছবির শেষ দিকে তারা আবার ফিরে আসে আয়রন ম্যানের কৌশলে।
এখন কেমন কাটছে তাদের জীবন। সেসব নিয়েই ‘ফ্যাল্কন অ্যান্ড দি উইন্টার সোলজার’।
রয়টার্সে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাকি বলেন, “সবচেয়ে বড় প্রশ্নটি হল ‘ব্লিপ’য়ের পর নতুন জীবনটা কেমন? ফিরে আসার পর সবাই চেষ্টা করছে সমাজে নিজেকে মানিয়ে নিতে। আর এখানেই রয়েছে প্রশ্নর উত্তর।”
ধারাবাহিকের প্রধান রচয়িতা ম্যালকম স্পেলম্যান বলেন, “দুই বন্ধু পুলিশ-ভিত্তিক গল্প নিয়ে তৈরি হওয়া ‘ফরটি এইট আওয়ার’, ‘ব্যাড বয়েজ’ বা ‘লেথাল ওয়েপন’ ঘরানার স্বাদ আমি এই ধারাবাহিকে দেওয়ার চেষ্টা করেছি।”
“একই সঙ্গে মজা আর গুরুত্বপূর্ণ বিষয়গুলোও উঠে আসবে।” বললেন স্পেলম্যান।
ধারাবাহিকে জতিগত পার্থকের মতো বিষয়গুলোও তুলে আনা হবে। যেমন, প্রথম পর্বে দেখা যাবে ফ্যাল্কন ওরফে উইলসন আবেদন করেও ব্যাংক ঋণ পায় না। আর পুরো ধারাবাহিক জুড়ে এই আবহ দেখানো হবে যে, একজন কৃষ্ণাঙ্গ এমন এক দেশের প্রতিনিধিত্ব করছে, যেখানে সেই দেশ তাকে প্রতিনিধিত্ব করে না।