ক্যাটাগরি

মালয়েশিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা উত্তর কোরিয়ার

উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়কে উদ্ধৃত করে দেশটির বার্তা সংস্থা কেসিএনএ শুক্রবার এ সিদ্ধান্তের কথা জানায় বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

আটক উত্তর কোরীয় মুন চোল মিয়ংয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র মুদ্রা পাচারের অভিযোগ আনার পর ওয়াশিংটনের অনুরোধেই মালয়েশিয়া ২০১৯ সালে তাকে গ্রেপ্তার করেছিল।

মুন পরে তাকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়ার বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামেন; পুরো বিষয়টিই ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলেও দাবি করেন তিনি।

চলতি মাসের শুরুতে মালয়েশিয়ার শীর্ষ আদালত মুনের আবেদন খারিজ করে দিয়ে তাকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়া যেতে পারে বলে রায় দেয়।

এর প্রতিক্রিয়ায় উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় মুনের নাম না নিয়ে জানায়, তাদের নাগরিককে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে মালয়েশীয় কর্তৃপক্ষ ‘ঘৃণ্য কাজ ও ক্ষমার অযোগ্য ভয়াবহ অপরাধ’ করেছে।

ওয়াশিংটনকেও ‘এ জন্য মূল্য দিতে হবে’ বলেও সতর্ক করেছে তারা।

উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, মালয়েশিয়ার পদক্ষেপ ‘সার্বভৌমত্বের সম্মানের উপর ভিত্তি করে যে দ্বিপাক্ষিক সম্পর্ক দাঁড়িয়েছিল, তাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে’।

পিয়ংইয়ংয়ের সম্পর্ক ছিন্নের ঘোষণার নিন্দা জানিয়েছে মালয়েশিয়া।

উত্তর কোরিয়ার সিদ্ধান্তের পাল্টায় শুক্রবার তারা পিয়ংইয়ংয়ে নিজেদের দূতাবাস বন্ধ এবং কুয়ালা লামপুরে উত্তর কোরীয় দূতাবাসের কর্মীদের ৪৮ ঘণ্টার মধ্যে মালয়েশিয়া ত্যাগেরও নির্দেশ দিয়েছে।