শুক্রবার উপজেলার কেয়াইন ইউনিয়নের বড়িহাজি গ্রামে এই ঘটনা ঘটে।
মো. তৈয়ব আলী (৩০) নামের এই যুবক বড়িহাজি গ্রামের প্রয়াত ওহাব আলীর ছেলে।
কেয়াইন ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য নয়ন রোজারিও জানান, সকাল ১১টার দিকে রান্না ঘরে শারীরিক প্রতিবন্ধী তৈয়ব আলীর গায়ে আগুন ধরে। এতে পুরো শরীর পুড়ে গিয়ে ঘটনাস্থলে তিনি মারা যান।
তিনি রান্না ঘরেই থাকতের বলে জানান ওই ইউপি সদস্য নয়ন।
সিরাজদিখান থানার ওসি এসএম জালালউদ্দিন বলেন, “বিষয়টি এখনও আমাদের কেউ জানা যায়নি। খোঁজ করছি।”