ক্যাটাগরি

লন্ডনে মিশনে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন

এ উপলক্ষ্যে বুধবার ব্রিটিশ-বাংলাদেশি শিশু-কিশোরদের নিয়ে ‘চিরন্তন মুজিব’ শিরোনামে স্মারক অনুষ্ঠান আয়োজিত হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে দূতাবাস জানায়।

হাই কমিশনার সাইদা মুনা তাসনীমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।

দিবসটি স্মরণে ব্রিটিশ-বাংলাদেশি শিল্পী আসাদ উল্লাহর আঁকা বঙ্গবন্ধুর একটি পূর্ণ প্রতিকৃতি উন্মোচন করেন হাই কমিশনার এবং মিশনের কূটনীতিকদের নিয়ে সামাজিক দূরত্ব মেনে এ প্রতিকৃতিতে ফুল দেন।

অন্যান্য আয়োজনের মধ্যে ছিল বঙ্গবন্ধুর আত্মজীবনী থেকে শিশু-কিশোরদের পাঠ, ‘বঙ্গবন্ধু ও ব্রিটেন’ বিষয়ে তিন শতাধিক ব্রিটিশ-বাংলাদেশি শিশু-কিশোরের চিত্রাংকন ও ‘জাতির পিতা’ শিরোনামে বঙ্গবন্ধুকে উৎসর্গ করে শিশু-কিশোরদের গান পরিবেশনা। কবিতা আবৃত্তি করেন শম্পা রেজা, গান শোনান শিল্পী ফাহমিদা নবী।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাংবাদিক ও কলাম লেখক আবদুল গাফফার চৌধুরী, যুক্তরাজ্যভিত্তিক ম্যাগাজিন ‘এশিয়ান অ্যাফেয়ার্স’ সম্পাদক ডানকান বার্টলেট, সাংবাদিক আশিস রায়, সুলতান মাহমুদ শরীফ, সাজিদুর রহমান ফারুক, শিশু একাডেমির সভাপতি লাকি ইনাম, যুক্তরাজ্যে নিযুক্ত ভারতের হাই কমিশনার গায়ত্রি ইসার কাওর ও যুক্তরাজ্যের বৈদেশিক ও কমনওয়েলথ অফিসের দক্ষিণ এশিয়ার পরিচালক লিসা বান্দারি।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!