ক্যাটাগরি

শাল্লায় সাম্প্রদায়িক হামলা: জামালপুরে উদীচীর প্রতিবাদ

শুক্রবার বিকালে জেলা
শহরের দয়াময়ী চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উদীচী জামালপুর জেলা সংসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা
আলী ইমাম দুলাল, সাধারণ সম্পাদক গৌতম সিংহ সাহা, জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সৈয়দ
তানভীর আহাম্মেদ ও জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু।

বক্তারা হেফাজত নেতা
মামুনুল হকসহ সকল হামলাকারীদের গ্রেপ্তার এবং সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

সমাবেশে উদীচীর শিল্পীরা
প্রতিবাদী সংগীত পরিবেশন করেন।

শাল্লায় হিন্দুদের গ্রামে হামলা: আটক ২২

শাল্লায় হিন্দুদের গ্রামে হামলা: সাতক্ষীরা-নেত্রকোণায় প্রতিবাদ
 

ফেইসবুকে একটি পোস্টকে কেন্দ্র
করে জেলার শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে বুধবার সকালে হামলা হয়।

পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, হামলা
চালিয়ে ৬০-৭০টি বাড়িঘর ভাঙচুর ও আসবাবপত্র তছনছ করে হেফাজতে ইসলামীর অনুসারীরা।
খবর পেয়ে শাল্লা থানা পুলিশসহ ও দিরাই থেকে বিপুল সংখ্যক পুলিশ গিয়ে পরিস্থিতি
নিয়ন্ত্রণে আনে।

গত সোমবার সুনামগঞ্জের দিরাই
উপজেলায় হেফাজতে ইসলাম আয়োজিত সম্মেলনে যান হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী
ও যুগ্ম মহাসচিব মামুনুল হকসহ কয়েকজন কেন্দ্রীয় নেতা। সম্মেলনে মামুনুল হকের দেওয়া
বক্তব্যের সমালোচনা করে স্থানীয় এক হিন্দু যুবক ফেইসবুকে একটি পোস্ট দেন বলে
পুলিশের ভাষ্য।

এই ঘটনায় সারা দেশে নিন্দা
সমালোচনা চলছে। হামলাকারীদের বিচারের আওতায় আনার প্রতিশ্রুত দিয়েছে আইনশৃঙ্খলা
বাহিনী।