শুক্রবার সকালে কলম্বো থেকে
ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার সময় এক টুইটে রাজাপাকসে লেখেন, দুই দেশই যাতে লাভবান হয়,
সেজন্য দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করতে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা
এবং তার সরকারের সঙ্গে কাজ করতে চান।
আর ঢাকায় পৌঁছে আরেক টুইটে
তিনি বলেন, বিমানবন্দরে তিনি উষ্ণ অভ্যর্থনা ও গার্ড অব অনার পেয়েছেন। তাকে অভ্যর্থনা
জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর এই আয়োজনের
অংশ হতে পেরে তিনি ‘সম্মানিত’।
Arrived to a warm welcome & guard of honor at the Hazrat Shahjalal Int. Airport in Dhaka, #Bangladesh and was received by PM Sheikh Hasina. I’m honored to be a part of the #GoldenJubilee Independence celebrations & look forward to the next two days of festivities & discussions. pic.twitter.com/PHz9J8XnMT
— Mahinda Rajapaksa (@PresRajapaksa) March 19, 2021
শ্রীলঙ্কান এয়ারের একটি ফ্লাইটে
শুক্রবার সকাল ১০টার দিকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান শ্রীলঙ্কার
প্রধানমন্ত্রী। সেখানে তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ
হাসিনা।
বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে
রাজাপাকসেকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। তাকে স্বাগত জানানো হয় ২১ বার তোপধ্বনি
দিয়ে। মাহিন্দা রাজপাকসেকে নিয়ে শেখ হাসিনা অভ্যর্থনা মঞ্চে পৌঁছালে তিন বাহিনীর সুসজ্জিত
একটি দল এ সময় গার্ড অব অনার দেয়।
দুই দিনের এই সফরে শুক্রবার
বিকালে জাতীয় প্যারেড গ্রাউন্ডে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেবেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী। ওই অনুষ্ঠানে
প্রধানমন্ত্রী শেখ হাসিনাও থাকবেন।
সফরের দ্বিতীয় দিন শনিবার
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক হবে রাজপাকসের। সেই বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ,
কৃষি, উপকূলীয় জাহাজ চলাচল, শিক্ষা, তথ্য প্রযুক্তির মত ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা
গুরুত্ব পাবে। দুই সরকার প্রধানের উপস্থিতিতে বেশ কয়েকটি সমঝোতা স্মারকও স্বাক্ষরিত
হবে বলে সরকারের তরফ থেকে জানানো হয়েছে।