সাতক্ষীরা-যশোর
মহাসড়কের ছয়ঘরিয়ায় শুক্রবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ইসমাইল
হোসেন ফিরোজ (৩৬) জেলার কলারোয়া উপজেলার গদখালি গ্রামের মো. আক্তার হোসেন ভোলার ছেলে।
ফিরোজ যশোর
থেকে প্রকাশিত দৈনিক যশোরের কলারোয়া উপজেলা প্রতিনিধি।
সাতক্ষীরা
সদর থানার পরিদর্শক (তদন্ত) বুরহান উদ্দিন জানান, দুপুর ২টার দিকে একটি ট্রলি সাতক্ষীরা
সদরের ছয়ঘরিয়ার একটি ইটভাটায় মাটি ফেলে প্রধান সড়কে উঠছিল। এই সময় ইসমাইল মোটরসাইকেলে
সাতক্ষীরা যাচ্ছিলেন। পথে ট্রলির সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
বুরহান
উদ্দিন জানান, আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে আসা
হয়। বিকাল সাড়ে ৩টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বুরহান
আরও জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো
হয়েছে।