শুক্রবার
রাত ১০টার দিকে উপজেলার বাগাট ইউনিয়নের দাসপাড়ায় এই অগ্নিকাণ্ড হয়।
এলাকাবাসী
ও ফায়ার সার্ভিস জানায়, দাসপাড়ার বাসিন্দা কাওছার শেখের বাড়ির গোয়ালঘরে আগুনের সূত্রপাত
হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মধুখালী ফায়ার সার্ভিস, থানা পুলিশ
ও স্থানীয় এলাকাবাসী প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এর আগেই
বসতঘর ও ঘরে থাকা মালামাল, পাঁচটি গাভী, চারটি ছাগল ও নগদ অর্থ পুড়ে যায় বলে
ক্ষতিগ্রস্ত কাওছার শেখ জানান।
মধুখালী
ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার টিটব সিকদার বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে
আগুন নিয়ন্ত্রণে আনা হয়। অগ্নিকাণ্ডে দুইটি বসত ঘর, রান্নার ঘর ও গোয়াল ঘর সম্পূর্ণ
পুড়ে যায়। গোয়াল ঘরে থাকা পাঁচটি দামি গাভী ও চারটি ছাগল ভষ্মীভূত হয়েছে। এছাড়া
আরও দুইটি গাভীর অনেকাংশ পুড়ে গেছে।
তিনি
আরও বলেন, বসতঘরে থাকা মালামালও ভষ্মীভূত হয়েছে। পরিবারটি নিঃস্ব হয়ে গেছে। প্রায়
১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
“মশার
কয়েলের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”
ক্ষতিগ্রস্ত
কাওছার শেখ বলেন, “আগুন আমাকে নিঃস্ব করে দিয়েছে। ধার দেনা করে গাভী ও ছাগল পালন
করতাম। এনজিও থেকে ঋণ নেওয়া আছে। গাভী ও ছাগলগুলো পুড়ে ছাই হয়ে গেছে। আয় রোজগারের
একমাত্র অবলম্বন ছিল এগুলো।”
এদিকে
অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে মধুখালী থানার এস আই আব্দুল হাকিম, জনপ্রতিনিধিসহ
প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।