১৪ মার্চ ছবির প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়াকে আনুষ্ঠানিকভাবে সেন্সর ছাড়পত্র দেওয়ার পরদিন ১৫ মার্চ সনদ স্থগিত করা হয়েছে বলে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান জসীম উদ্দিন জানান।
সেন্সর সনদ স্থগিতের কারণ জানতে চাইলে সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ছবিটি আরও যাচাই-বাছাই করে পরবর্তীতে ছাড়পত্র দেওয়া হবে।
শামীম আহমেদ রনীর চিত্রনাট্যে ছবিটি পরিচালনা করেছেন সেলিম খান।
টুঙ্গিপাড়ায় জন্ম নেওয়া শেখ মুজিবুর রহমান কিভাবে বাংলাদেশের অবিসংবাদিত নেতা হয়ে উঠলেন- সেই কাহিনিই তুলে আনা হয়েছে এ চলচ্চিত্রে।
সেন্সর সনদ হাতে পেয়েই স্বাধীনতা দিবসে ছবিটি মুক্তির ঘোষণা দিয়ে প্রচারণা শুরু করেছিল শাপলা মিডিয়া; সনদ স্থগিত হওয়ায় কবে মুক্তি পাবে- সে বিষয়ে অনিশ্চয়তা তৈরি হলো।
ছাড়পত্র পেল ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’, মুক্তি ২৬ মার্চ
এতে বঙ্গবন্ধুর চরিত্রে সেলিমপুত্র শান্ত খান ও বেগম ফজিলাতুন্নেসার ভূমিকায় দীঘি অভিনয় করেছেন। অন্যান্য চরিত্রে আছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, জিয়াউল হাসান কিসলু, শিবাশানুসহ আরও অনেকে।