ক্যাটাগরি

মুন্সীগঞ্জে ৬০ মণ জাটকা জব্দ

মাওয়া নৌপুলিশ ফাঁড়ির
পরিদর্শক মো.
সিরাজুল কবির
জানান,
শনিবার সকাল ৬টার দিকে শিমুলিয়া ঘাটে জাটকা
আনা হয়েছে
এমন খবর
পেয়ে 
অভিযান চালান তারা।

তিনি বলেন, “৩ নম্বর ফেরিঘাটে দুটি
ট্রলারসহ ৬০ মণ জাটকা পাওয়ার পর জব্দ করা হয়। তাছাড়া ছয় জেলেকে আটক
করা হয়। বেলা ১২টার দিকে
মাওয়া নৌপুলিশ
ফাঁড়ির সামনে
থেকে উপজেলা
মৎস্য কর্মকর্তার
উপস্থিতিতে এসব মাছ বিতরণ করা
হয়েছে।”

পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের
নির্দেশে থানায় সাধারণ ডায়েরি করে মুচলেকা
নিয়ে জেলেদের
ছেড়ে দেওয়া
হয়েছে বলে তিনি জানান।