ক্যাটাগরি

শাল্লায় সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে বাকলিয়ায় সমাবেশ

শনিবার বিকেলে নগরীর কালামিয়া বাজার এলাকায় বাংলাদেশ ছাত্রলীগের বাকলিয়া
থানাধীন ওয়ার্ড সমূহের আয়োজনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে ‘ন্যাক্কারজনক সাম্প্রদায়িক
হামলার প্রতিবাদে’ এই প্রতিবাদী মানববন্ধন ও সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, অতীতে ভাস্কর্য বিরোধী বক্তব্যের জন্য কোনো ব্যবস্থা
না নেয়ায় উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী সুনামগঞ্জে হামলা চালিয়েছে। ওই ঘটনার প্রতিবাদ জানিয়ে
সাম্প্রদায়িক গোষ্ঠীকে প্রতিহত করার ঘোষণাও দেয়া হয় সমাবেশ থেকে।

সমাবেশে নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নূরুল আজিম রনি বলেন, “সুনামগঞ্জে
যে হিন্দু ভাই মামুনুল হকের বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে তাকে ঠিকই গ্রেপ্তার
করা হয়েছে। কিন্তু মুজিব ভাস্কর্য যখন বুড়িগঙ্গায় ফেলে দেওয়ার কথা বলা হয়েছে তখন মামুনুল
হক বা বাবুনগরীকে গ্রেপ্তার করতে আমরা দেখিনি। তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা থাকার
পরেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি।

“তাই প্রশ্রয় পেয়ে আজকে সুনামগঞ্জে হামলা হয়েছে। হিন্দুদের বাড়িঘর লুটপাট
হয়েছে, তাদের মারধর করা হয়েছে।”

রনি বলেন, “চট্টগ্রামের প্রগতিশীল ছাত্র সমাজ যুব সমাজ ঘৃণাভরে সুনামগঞ্জের
সেই হামলার প্রতিবাদ জানাচ্ছি। সম্প্রীতির বাংলাদেশে যে কোনো উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীকে
আমরা প্রতিহত করব। প্রতিহত করতে গিয়ে রক্ত ঝড়লে আমরা রক্ত দিতে প্রস্তুত।”  

বাকলিয়া থানা ছাত্রলীগ নেতা ঈসমাইল উদ্দিন রুবেলের সভাপতিত্বে ও ১৮ নং
ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি মিসবাহ উদ্দিন বাপ্পীর সঞ্চালনায় ওই সমাবেশ অনু্ষ্ঠিত
হয়।

সমাবেশে বক্তব্য রাখেন নগর ছাত্রলীগের সহ-সভাপতি ফারুক ইসলাম, নগর যুবলীগ
নেতা এসএম মবিনুল হক মনিরাজ, আব্দুল্লাহ তানিম চৌধুরী ও জয় শংকর সরকার, ১৮ নং ওয়ার্ড
ছাত্রলীগের সাধারণ সম্পাদক এনামুল হক মানিক, সহ-সভাপতি ওয়াহেদ মিজান, সম্পাদক মন্ডলীর
সদস্য মুহাম্মদ সাজ্জাদ হোসাইন বাপ্পী, মহসিন কলেজ ছাত্রলীগ নেতা মাইমুন উদ্দিন মামুন
প্রমুখ।