শনিবার রাজধানীর নয়াপল্টনে
‘পল্টন চায়না টাউন’ বাণিজ্যিক কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে
তিনি বলেন, “পাকিস্তান দীর্ঘ ২৩ বছর বাংলাদেশকে অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে শোষণ করে
সম্পদ বানানোর পরও আজকে অর্থনীতির সকল সূচকে বাংলাদেশের নীচে।
“প্রধানমন্ত্রী শেখ
হাসিনার দৃঢ় প্রতিজ্ঞায় এই উন্নয়ন সম্ভব হয়েছে।”
কোভিড-১৯ মহামারীর
শুরু হওয়ার সময় দেশের স্বাস্থ্য সেবার সমালোচনা করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, “এখন
আমরা সার্বিক বৈশ্বিক চিত্র তুলনা করেই বুঝতে পারি অনেক উন্নত দেশের চেয়েও আমরা সফল
এবং অনেক উন্নত রাষ্ট্রের চেয়েও আমাদের মৃত্যুহার অনেক কম।”
তিনি প্রধানমন্ত্রীর
বিচক্ষণতার কথা উল্লেখ করে বলেন, “যখন করোনা ভাইরাসের টিকা আবিষ্কার হয়নি, তখন তিনি
বাজেটে ১০ হাজার কোটি টাকা আলাদা করে রেখে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন, যাতে টিকা আবিষ্কার
হওয়ার সাথে সাথেই কেনা যায়। এটা তার দক্ষতা এবং বিচক্ষণতার কারণেই হয়েছে।”
এর আগে তিনি আধুনিক
সুযোগ-সুবিধা সম্বলিত ২২তলা বাণিজ্যিক ভবন ‘পল্টন চায়না টাউন’ এর উদ্বোধন করেন।
মনিহার ডেভেলপারস লিমিটেডের
চেয়ারম্যান বেলায়েত হোসেন বেলালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে দোকান মালিক ও ভূমিমালিকসহ
অনেকে উপস্থিত ছিলেন।