ক্যাটাগরি

হবিগঞ্জে কিশোরের লাশ উদ্ধার

বানিয়াচং থানার ওসি মো. এমরান হোসেন জানান, শনিবার বিকাল ৩টার দিকে স্থানীয়দের কাছে খবর পেয়ে আশরাফ উদ্দিন (১৪) নামে এই কিশোরের লাশ উদ্ধার করেন তারা।

আশরাফ জেলার আজমিরীগঞ্জ উপজেলার বিরাট গ্রামের আব্দুল আহাদের ছেলে। বানিয়াচং উপজেলার জাতুকর্ণ পাড়ায় নানাবাড়িতে থাকত।

ওসি এমরান বলেন, আশরাফের বাবা নেই। মা শ্রীমঙ্গলে কাজ করেন। আশরাফ তার নানির কাছে জাতুকর্ণ পাড়ায় থাকত। দুপুরে স্থানীয় লোকজন ঝোপের মধ্যে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তে জন্য পাঠায়।

তবে কিভাবে তার মৃত্যু হয়েছে তা বলতে পারেননি তিনি। ময়নাতদন্তে পর জানা যাবে বলে তিনি জানান।