শনিবার শহরের বড় বাজার এলাকায় প্রয়াতের বাড়ি সংলগ্ন শামসুউদ্দিন ভুইয়াঁ
মসজিদ প্রাঙ্গণে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
এর আগে আসর নামাজের পর শহরের আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের মাঠে শামসুউদ্দিন
ভুইয়াঁ মসজিদের খতিব মাওলানা হেফাজুর রহমানের ইমামতিতে তার জানাজা হয়।
প্রয়াতের মামাত ভাই একে নাসিম খান জানান, শুক্রবার রাতে ঢাকার এক বেসরকারি
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাজহারুল ইসলাম ভুইয়াঁ কাঞ্চনের মৃত্যু হয়। তিনি দীর্ঘ
দিন ধরে কিডনির জটিলতাসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।
মাজহারুল এ জেলার বহু ধর্মীয়, সেবামূলক ও সামাজিক প্রতিষ্ঠান নির্মাণ ও
পরিচালনায় জড়িত ছিলেন। কিশোরগঞ্জ পৌরসভায় দুই মেয়াদে মেয়রের দায়িত্ব পালনের পাশাপাশি
জেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং পৌর আওয়ামী লীগের আহ্বায়ক ছিলেন তিনি।
মৃত্যুকালে তিনি এক ছেলে এবং দুই মেয়ে রেখে গেছেন।