ক্যাটাগরি

কুপিয়ে পা বিচ্ছিন্ন, সাবেক ইউপি সদস্যের মৃত্যু

উপজেলার বাহারছড়া ইউনিয়নের ছাপাছড়ি গ্রামে
শুক্রবার রাতে সাবেক ইউপি সদস্য আবুল বাশারের (৪৫) ওপর হামলা হয়। দুর্বৃত্তরা দুই পা
ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বিচ্ছিন্ন করে একটি পা নিয়ে চলে যায়।

ছাপাছড়ির বাসিন্দা বাশার বাহারছড়া ইউনিয়নের
৯ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য।

বাঁশখালী থানার ওসি শফিউল কবির বিডিনিউজ
টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাতে স্থানীয় বাজার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা আবুল
বাশারের দুই পায়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে বিচ্ছিন্ন করে ফেলে।

“তারা বাশারের একটি পা নিয়ে যায়। বাশারকে
উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

শনিবার সকালে একটি জমি থেকে বাশারের কাটা
পা উদ্ধার করা হয় বলে জানান ওসি শফিউল কবির।

তিনি বলেন, পূর্ব বিরোধের জেরে এ হত্যাকাণ্ড
ঘটে থাকতে পারে বলে তাদের ধারণা।

ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক
করে থানায় আনা হয়েছে।