ক্যাটাগরি

গণসচেতনতামূলক বিজ্ঞাপনচিত্র ‘ক্যাপ্টেন বাইক’

স্মার্টফোনের পর্দা থেকে চোখ সরানোই যেন দায় হয়ে উঠেছে সবার! শিশুরাও দিন দিন আসক্ত হয়ে পড়ছে স্মার্টফোনের অসংখ্য গেইমস ও কার্টুনের দুনিয়ায়! তারা ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দিচ্ছে স্মার্টফোনে।

এর ক্ষতিকর দিকগুলা তুলে ধরে ‘এসিআই প্রিমিও প্লাস্টিকস’ তাদের খেলনা পণ্য ‘ক্যাপ্টেন বাইক’ নিয়ে গণসচেতনতামূলক বিজ্ঞাপনচিত্রটি নির্মাণ করেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষণা অনুযায়ী প্রতিদিন দীর্ঘ সময় ধরে ইলেক্ট্রনিক্স ডিভাইস ব্যবহারে ক্ষতিকর রেডিয়েশনের কারণে চিন্তাশক্তি হ্রাস, দৃষ্টিশক্তি কমে যাওয়া, এমনকি মস্তিষ্কের ক্যান্সারসহ বিভিন্ন ধরনের জটিল সমস্যা দেখা দিচ্ছে।

দীর্ঘ লকডাউনের সময় দেশের নব্বই শতাংশ পরিবারের শিশুদের হাতে খেলনার পরিবর্তে এখন স্মার্টফোন দখল করে নিয়েছে। শিশুরা প্রতিদিন গড়ে পাঁচ থেকে ছয় ঘণ্টা মোবাইল ফোন ব্যবহার করছে যা তাদের ভবিষ্যতের জন্য ভয়ঙ্কর ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে।    

এ কারণে মানসিক বিকাশ, সঠিক শারীরিক গঠন এবং বিনোদনের জন্য শিশুদের নিয়মিত খেলাধুলায় উৎসাহিত করা জরুরি হয়ে পড়েছে। প্রত্যেক বাবা-মা’র উচিত শিশুদের সঙ্গে আরও বেশি সময় কাটানো। আর ওদের শারীরিক কর্মক্ষমতা বাড়ে এমন খেলনা কিনে দেওয়া।

প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই ভাবনা থেকেই গণসচেতনতামূলক বিজ্ঞাপনচিত্রটি নির্মাণ করা হয়েছে।