শনিবার উপজেলার ছদহা ইউনিয়নে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে
এ দুর্ঘটনা
ঘটে
বলে হাইওয়ে পুলিশ
জানায়।
নিহতরা হলেন-
লোহাগাড়ার সুখছড়ির ওবায়দুল হক (৩০) এবং পদুয়া ইউনিয়নের মো.
নোমান (২২)।
হাইওয়ে পুলিশের
দোহাজারি থানার পরিদর্শক আব্দুর রব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চট্টগ্রামের
দিকে আসা মাইক্রোবাসটির সঙ্গে বিপরীতমুখী মোটর সাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে
মোটর সাইকেলের দুই আরোহী ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার
পর
মাইক্রোবাসটি আটক করা হলেও চালক পালিয়ে যাওয়ায় তাকে ধরা করা সম্ভব হয়নি বলে পরিদর্শক রহমান জানান।