ইংলিশ প্রিমিয়ার লিগের দলটি এক বিবৃতিতে তার মৃত্যুর খবর জানায়।
লরিমারের বয়স হয়েছিল ৭৪ বছর।
লিডসে দুই মেয়াদে তিনি কাটান ২৩ বছর। দলটির হয়ে ৭০৫ ম্যাচে গোল করেন
২৩৮টি। দুটি লিগ শিরোপাসহ জেতেন একটি করে এফএ কাপ ও লিগ কাপ।
নিজ দেশ স্কটল্যান্ডের হয়ে লরিমার খেলেছিলেন ২১ ম্যাচ। ১৯৭৪
বিশ্বকাপে দলের তিন ম্যাচেই খেলেছিলেন তিনি। গোল করেছিলেন জাইরির (বর্তমানে কঙ্গো)
বিপক্ষে ২-০ গোলে জয়ের ম্যাচে।