ক্যাটাগরি

নতুন উচ্চতায় বাংলাদেশ-ভারত সম্পর্ক: তথ্যমন্ত্রী

শুক্রবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্যায় তিনি বলেন, “আমরা এখন গর্ব করে বলতে পারি, বাংলাদেশ এখন সকল সূচকে পাকিস্তানের চেয়ে এগিয়ে আছে। আমাদের লক্ষ্য ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত হওয়া।”

দেশেকে শুধু উন্নত নয়, সামাজিক মর‌্যাদার দিক থেকেও এগিয়ে রাখার চেষ্টায় সরকার কাজ করছে বলে জানান তিনি।

মন্ত্রী বলেন, “করোনাভাইরাস মহামারীর সময়ও প্রধানমন্ত্রী দেখিয়েছেন কীভাবে জনগণকে সুরক্ষা দিতে হয়। করোনাভাইরাসের মধ্যেও বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বেড়েছে। শেখ হাসিনার নেতৃত্বে খুব দ্রুত বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।”

আওয়ামী লীগের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক কমিটি ও ভারতীয় হাই কমিশন যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে অকল্পনীয় আর্থ-সামাজিক উন্নয়ন ঘটেছে। এটা বঙ্গবন্ধুর বাংলাদেশ, শেখ হাসিনা তারই স্বপ্নকে বাস্তবে রূপ দিয়ে চলেছেন।”

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ভারতের জন্যও গুরুত্বপূর্ণ মুহূর্ত বলে জানান তিনি।

“বাংলাদেশ দক্ষিণ-পূর্ব এশিয়ায় উন্নয়নের নতুন ধারণার সৃষ্টি করেছে। এই কৃতিত্ব অবশ্যই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। তিনি শুধু বাংলাদেশের জাতির পিতাই নন, ১৩০ কোটি ভারতীয়র কাছে একজন হিরো এবং প্রেরণার উৎস।”

আওয়ামী লীগের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সভাপতি মোহাম্মদ জমিরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ।

আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে ভারতের নৃত্যশিল্পী মমতা শঙ্কর ও তার দল ‘অমৃতস্য পুত্রা’ মঞ্চস্থ করে। শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর পরিকল্পনা ও নির্দেশনায় বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণের ওপর নৃত্যরূপ পরিবেশন করেন শিল্পকলা একাডেমির শিল্পীরা।

এরপর মুক্তির মহাখ্যান নৃত্যালেখ্য নিয়ে আসেন শিল্পকলা একাডেমির শিল্পীরা। সবশেষে ‘শোন একটি মুজিবরের’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করে নৃত্যশিল্পী মমতা শঙ্করের দল।