এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রিমিয়ার সিমেন্ট জানিয়েছে, পুনর্মূল্যায়ন করায় তাদের সম্পদের মূল্য বেড়েছে ৩০৬ কোটি ৩১ লাখ ৬২ হাজার
৬৯৪ টাকা।
পুনর্মূল্যায়ন করার আগে ৩০ জুন পর্যন্ত তাদের সম্পত্তি,
কারখানা এবং সরঞ্জামের মোট মূল্য ছিল ৫৮৮ কোটি ১১ লাখ ৮৪ হাজার ২১৮ টাকা। পুনর্মূল্যায়নে
তা বেড়ে ৮৯৪ কোটি ৪৩ লাখ ৪৬ হাজার ৯১২ টাকা হয়েছে।
পুনর্মূল্যায়ন করায় প্রিমিয়ার সিমেন্টের নিট সম্পদের
পরিমাণ ৪৮৯ কোটি ৬৯ লাখ ৫৩ হাজার ৫৮ টাকা থেকে বেড়ে ৭৯৬ কোটি ১ লাখ ১৫ হাজার ৭৫২
টাকা হয়েছে।
আর শেয়ার প্রতি সম্পদ মূল্য ৪৬ টাকা ৪৪ টাকা থেকে বেড়ে ৭৫
টাকা ৪৯ টাকা হয়েছে।
প্রিমিয়ার সিমেন্টের সম্পদের পুনর্মূল্যায়ন
করেছে চার্টার্ড অ্যাকাউন্টেসি ফার্ম হোদা ভাসি চৌধুরী অ্যান্ড কোং।
কোম্পানির হিসাবের খাতায় সম্পদের যে মূল্য লেখা থাকে,
সেটাকে যৌক্তিক করতে বা ন্যায্য বাজার মূল্য নিশ্চত করতে
সম্পদ পুনর্মূল্যায়ন করা হয়।
যেমন ২০ বছর আগে কোম্পানির নামে কেনা কোনো জমি কেনা থাকলে
সময়ের সঙ্গে সঙ্গে সেই জমির দাম বাড়ে। পুনর্মূল্যায়নে ওই জমির নতুন দাম হিসাব করা
হবে।
কোম্পানি যদি কোনো সম্পদ বিক্রি করতে চায়, তখনও সম্পদ পুনর্মূল্যায়ন করা হয়। আবার নতুন কোনো বিনিয়োগের ক্ষেত্রেও এ হিসাব নতুন
করে করতে হয়।
পুনর্মূল্যায়নের খবরে পুঁজিবাজারে প্রিমিয়ার সিমেন্টের
শেয়ার দরে কোনো হেরফের হয়নি।
গত ১৭ ফেব্রুয়ারি থেকে প্রিমিয়ার সিমেন্টের শেয়ারের দাম ৬০
টাকা ৯০ পয়সায় আটকে আছে।
২০১৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এ কোম্পানির শেয়ার
বর্তমানে লেনদেন হচ্ছে ‘এ’ ক্যাটাগরিতে।
২০১৭ অর্থবছরে প্রিমিয়ার সিমেন্ট
মুনাফা করেছিল ৫৪ কোটি ৫২ লাখ টাকা। লভ্যাংশ দিয়েছিল শেয়ার প্রতি ২ টাকা।
২০১৮ অর্থবছরে প্রিমিয়ার সিমেন্টের ৪৪
কোটি ১১ লাখ টাকা মুনাফা করে বিনিয়োগকারীদের ১ টাকা লভ্যাংশ দেয়।
আর ২০১৯ অর্থবছরে এ কোম্পানি ৬১ কোটি ১৪ লাখ টাকা মুনাফা
দেখিয়েছিল; লভ্যাংশ
দিয়েছিল শেয়ার প্রতি ১ টাকা।
সর্বশেষ ২০২০ অর্থবছরে এ কোম্পানি ২৬ কোটি ৯৪ লাখ টাকা
মুনাফা করে এবং শেয়ার প্রতি ১ টাকা লভ্যাংশ দেয়।
পুঁজিবাজারে এ কোম্পানির ১০ কোটি ৫৪ লাখ ৫০ হাজার শেয়ার
আছে। এর মধ্যে ৪৭ দশমিক ৪৪ শতাংশ আছে পরিচালকদের হাতে।
প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে আছে ১৫ দশমিক ৭৪ শতাংশ
শেয়ার, বিদেশিদের
হাতে দশমিক শূণ্য ১ শতাংশ শেয়ার এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৩৬ দশমিক ৮১ শতাংশ
শেয়ার আছে।
প্রিমিয়ার সিমেন্টের বর্তমান বাজার মূলধন ৬৪২
কোটি ১৯ লাখ টাকা। কোম্পানির পরিশোধিত মূলধন ১০৫ কোটি টাকা ৪৫ লাখ; রিজার্ভের
পরিমাণ ৩৭৪ কোটি ৮৮ লাখ টাকা।