বিশ্বের হাজারো ব্যবহারকারী প্রবেশ করতে পারেননি ইনস্টাগ্রামে, সরাসরি ভেসে উঠছে ‘5xx Server Error’। অন্যদিকে, ব্যবহারকারীদের মেসেজ পাঠাতে সমস্যা হচ্ছিল ফেইসবুক মেসেঞ্জারের মাধ্যমে। প্রায় একই সমস্যার মুখে পড়েছিলেন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরাও।
ভুক্তভোগী ব্যবহারকারীরা টুইটারে অভিযোগও জানিয়েছেন এ ব্যাপারে। সামাজিক মাধ্যম পরামর্শক ম্যাট নাভারা এক টুইটে লেখেন, “হ্যাঁ, এটি ডাউন, সবকটিই ডাউন।”, সঙ্গে জুড়ে দিয়েছেন হ্যাশট্যাগ ফেইসবুকডাউন।
অন্যদিকে, সোনিয়া সার্ভান্তেস নামের এক ব্যবহারকারী টুইট করেছেন, “টুইটার, বস”, সঙ্গে দিয়েছেন হ্যাশট্যাগ ফেইসবুকডাউন, হ্যাশট্যাগ ইনস্টাগ্রামডাউন, হ্যাশট্যাগ হোয়াটসঅ্যাপডাউন।”
এদিকে তেজাস প্যাটেল নামে অপর এক ব্যবহারকারী কৌতুক করতে ছাড়েননি। ভীড়ে উপচে পড়া বাংলাদেশী এক ট্রেনের ছবি টুইট করে তিনি মন্তব্য করেছেন – হোয়টসঅ্যাপ, ফেইসবুক এবং ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা টুইটারে এসেছেন জানতে যে এগুলো ডাউন কি না।
বাংলাদেশ থেকেও সেবাগুলোতে সমস্যা হতে দেখা গেছে। তবে, পরে আবার সেবাগুলো ব্যবহার করা সম্ভব হয়েছে।