ক্যাটাগরি

বাবরের রেকর্ড ভাঙলেন মালান

আহমেদাবাদে শনিবার ভারতের বিপক্ষে সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে এই কীর্তি গড়েছেন মালান। ইংলিশ এই ব্যাটসম্যান ভেঙে দিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজমের রেকর্ড।

মাইলফলক ছুঁতে মালানের প্রয়োজন ছিল এ দিন ৬৫ রান। ২২৫ রানের লক্ষ্য তাড়ায় ১৩তম ওভারে ভুবনেশ্বর কুমারের বলে এক রান নিয়ে পূর্ণ করেন এক হাজার।

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ এই ব্যাটসম্যানের হাজার রান করতে লাগল ২৪ ইনিংস। বাবর রেকর্ডটি গড়েছিলেন ২৬ ইনিংসে।

গত বছর বাবরকে সরিয়েই র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিলেন মালান। এবার আরেকটি জায়গায় তিনি পেছনে ফেললেন পাকিস্তানি ব্যাটসম্যানকে।

রেকর্ড গড়ার পর অবশ্য বেশিক্ষণ টিকেননি মালান। ৪৬ বলে দুই ছক্কা ও ৯ চারে ফিরেন ৬৮ রান করে। ফিরে যাওয়ার সময় তার রান ১ হাজার ৩।